চাঁদাবাজির অভিযোগ সাবেক যুবদল নেতাকে পুলিশে দিলেন বিএনপির নেতাকর্মীরা

চাঁদাবাজির অভিযোগ সাবেক যুবদল নেতাকে পুলিশে দিলেন বিএনপির নেতাকর্মীরা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলমকে (৩৫) পুলিশের কাছে তুলে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে শ্রীপুরের বৃন্দাবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম শ্রীপুরের মুলাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে গত ২২ ফেব্রুয়ারি দল থেকে বহিষ্কার করা হয়।

স্থানীয় ও বিএনপির দলীয় কয়েকটি সূত্র জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি নিজের সশস্ত্র বাহিনী নিয়ে দলীয় প্রভাব খাঁটিয়ে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ সড়ক লাগোয়া এমসি বাজার দখলের চেষ্টা করেন জাহাঙ্গীর আলম। এ সময় তিনিসহ তার পক্ষের সবাই গামছা দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন এবং প্রত্যেকের হাতেই ছিল দেশি অস্ত্র। তারা এমসি বাজার ও আশপাশের এলাকায় অস্ত্র উচিয়ে মহড়া করে ব্যবসায়ীদের চাঁদা দেয়ার নির্দেশ দেন। তখন ওই ঘটনার ভিডিও ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে। পরে জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের নোটিশ দেয়া হয়। ২৫ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করা হয়।

আরও পড়ুন: সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম বলেন, ‘জাহাঙ্গীর আবার এলাকায় ফিরে অপরাধমূলক কর্মকাণ্ড করছিলেন। আমরা খবর পেয়ে তাকে আটক করে পুলিশে দিয়েছি।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক বলেন, ‘জাহাঙ্গীর ২৫ ফেব্রুয়ারি দায়ের করা দুটি মামলার আসামি। এর মধ্যে একটি মামলায় তিনি জামিনে আছেন। অপর মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া খোঁজ নিয়ে জানতে পেরেছি, তিনি মোট সাতটি মামলার এজাহারনামীয় আসামি। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *