জাতীয় দলের হয়ে খেলতে আর কোনো বাধা নেই সাকিবের, চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন বুলবুল

জাতীয় দলের হয়ে খেলতে আর কোনো বাধা নেই সাকিবের, চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন বুলবুল

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার (৩০ মে) বিসিবির ১৬তম সভাপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনেই সংবাদ সম্মেলনে সাকিবের বিষয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। সাকিবের জাতীয় ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে বুলবুল জানান, সাকিবকে দলে ফেরানো বা না ফেরানোর সিদ্ধান্ত সম্পূর্ণরূপে নির্বাচকদের ওপর নির্ভর করবে এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করতে দেবে না বোর্ড।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক জটিলতার কারণে দেশে আসতে পারছেন না সাকিব আল হাসান। শুধু হোম সিরিজ নয়, দেশের বাইরেও তাকে জাতীয় দলে জায়গা হচ্ছে না সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের। চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে বাদ দেওয়ার কারণ হিসেবে নির্বাচকরা তার বোলিং অ্যাকশন নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করেছিলেন।

দুইবার ব্যর্থ হওয়ার পর গত মার্চে তৃতীয়বারের চেষ্টায় বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাকিব। পাকিস্তান সুপার লিগেও তিনি বোলিং করেছেন। এরপরও সাকিবকে জাতীয় দলে ফেরানো হবে কিনা, নাকি তার জাতীয় দলের পথ একেবারেই বন্ধ, এমন প্রশ্নে বারবারই দায়সারা উত্তর দিয়েছিলেন বোর্ড সংশ্লিষ্টরা।

আরও পড়ুন : বিসিবির সভাপতি হয়ে টি-টোয়েন্টি ইনিংস খেলতে চান বুলবুল

আরও পড়ুন : সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে এক পরিবর্তন

তবে, নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাকিব প্রসঙ্গে বলেন,‘সাকিব বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করবো সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।’ সাকিবকে দলে ফেরানোর ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিষয় প্রতিবন্ধকতা হতে পারে কিনা, এমন প্রশ্নে আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট জানিয়ে দেন,‘উপদেষ্টার সিদ্ধান্তের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো নির্বাচক না। আমাদের ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক আছেন, তারা এই বিষয়টা দেখবেন। আমাদের খেলোয়াড় নির্বাচনের একটা প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে শ্রদ্ধা জানাব।’

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *