নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল সিরিয়া - DAILY UPDATE
Breaking News

নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল সিরিয়া

বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা-কে এই তথ্য জানিয়েছেন হায়ার পিপলস অ্যাসেম্বলি নির্বাচনী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তাহা আল-আহমাদ।

তিনি জানান, আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পার্লামেন্টের মোট ২১০টি আসনের মধ্যে এক-তৃতীয়াংশে (৭০টি আসন) সরাসরি মনোনয়ন দেবেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বাকি আসনগুলো নির্বাচিত হবে পরোক্ষভাবে।

নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন পরিচালনার কাজে কমপক্ষে ২০ শতাংশ নারী যুক্ত থাকবেন বলেও জানান মোহাম্মদ তাহা আল-আহমাদ। পুরো নির্বাচন আন্তর্জাতিক সংস্থাগুলোর পর্যবেক্ষণে পরিচালিত হবে।

Check Also

খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারের কাছে বিএনপির চিঠি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আবারো যুক্তরাজ্যে পাঠাতে চায় …

টিউশন করে খরচ চালাতেন দুই ভাই, কয়েক মাস হলো ছেড়ে দেন

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার চারজনের মধ্যে দুজন …