ঢাকা, ১১ জুলাই ২০২৫ — বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন শেখ হাসিনা সরকারের সময় চালু হওয়া এক বিতর্কিত নির্দেশ বাতিল করেছে, যেখানে নারী সরকারি কর্মকর্তাদেরও “স্যার” বলে সম্বোধন করতে বলা হয়েছিল। ২০০৯ সালে চালু হওয়া এই নিয়মকে বর্তমান সরকার “স্পষ্টতই অদ্ভুত” বলে অভিহিত করেছে এবং তা বাতিল করে দিয়েছে।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, নারী কর্মকর্তাদের কীভাবে সম্মানসূচকভাবে সম্বোধন করা হবে, তা নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী এক মাসের মধ্যে বিকল্প সম্বোধনের নাম প্রস্তাব করবে।
কমিটির নেতৃত্বে আছেন সায়েদা রিজওয়ানা হাসান, যিনি পরিবেশ, জ্বালানি ও জলসম্পদ–বিষয়ক উপদেষ্টা। তার সঙ্গে প্রশাসনিক সংস্কারের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন সদস্য রয়েছেন।
সরকার বলছে, এই পরিবর্তনের মাধ্যমে প্রোটোকল ও অফিসিয়াল আচরণের ক্ষেত্রে আরও সমতা এবং সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটবে।
এছাড়া অন্যান্য পুরনো প্রশাসনিক প্রটোকল বা নির্দেশিকাগুলোকেও পর্যায়ক্রমে পর্যালোচনা করে বাতিল বা সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।