হাথুরুসিংহে নাসুমকে চড় মেরেছিলেন, এটা মিডিয়ায় লিক করেছে তামিম ইকবাল এবং অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস❞ — ২০২৩ বিশ্বকাপের পর বিসিবির তদন্ত কমিটির কাছে এমন একটি অভিযোগ করেছিলেন সাকিব আল হাসান, আই রিপিট স্রেফ এটা সাকিবের “অভিযোগ” এর কোন সত্যতা পাওয়া যায়নি! আসলে এই অভিযোগের কোন ভিত্তি-ই নেই!
সে যাইহোক, বোর্ড সভাপতি পাপন থেকে শুরু করে ফারুক আহমদের কাছেও ২০২৩’ বিশ্বকাপের তদন্ত রিপোর্ট প্রকাশ করার কথা বারবার গণমাধ্যম থেকে করা হয়েছে। কিন্তু সেটা তারা করেনি, মিডিয়ার কাছ থেকে কোনো না কোনো ভাবে এ বিষয়টা বোর্ডের সবাই এড়িয়ে গেছে। তাহলে হঠাৎ এটা এখন প্রকাশ করা হলো কেন? মানে কয়েকমাস আগে বা পরে কেন নয়?
বুঝতেছেন কিছু? যেই অভিযোগটার কোন সত্যতাই নাই, সেটাই যেন এখন তদন্ত রিপোর্টের সবচেয়ে বড় ইস্যু। তামিম ইকবালকে বিসিবির নির্বাচন থেকে দূরে সরাতে বা নির্বাচন এর কয়েক মাস আগে তাকে বিতর্কিত করতেই যে এই তদন্ত রিপোর্ট মিডিয়ায় লিক করা হয়েছে, তা আর বুঝতে বাকি নেই! কি ঘৃ*ণ্য ষড়যন্ত্র!!!
তামিম বিসিবি সভাপতি হলে দেশের ক্রিকেটের স্ট্রাকচারে আমূল পরিবর্তন আসবে। অযোগ্য লোক যারা আছে তারা কেউই তামিমের বোর্ডে থাকতে পারবে না, সব কিছু মিলিয়ে দেশের ক্রিকেটের চেহারা পুরো বদলে দেওয়ার অপার এক সম্ভাবনা রয়েছে একজন তামিম ইকবালের মধ্যে! আর এতে আসলে তাদের ভয়।
নির্বাচনের ঠিক আগ মূহুর্তে কারা এসব করছে এবং কেন করছে— সেটা একটু মাথা খাটালেই বুঝা যায়! এর জন্য খুব বেশি চিন্তাভাবনারও প্রয়োজন নাই। যাইহোক, যতকিছুই হোক, যত বাধা বিপত্তিই আসুক না কেন শেষ পর্যন্ত বিসিবি নির্বাচনে তামিম অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করুক এবং বোর্ড সভাপতি হিসেবে নির্বাচিত হোক, এমনটাই প্রত্যাশা করি।
ইনশাআল্লাহ, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে শুধুমাত্র ক্রিকেটের স্বার্থে একজন তামিম ইকবালকে বিসিবি সভাপতি
হিসেবে চাই!