স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

টেস্ট বাণিজ্য ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার প্রতিবাদে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সোমবার বেলা এগারোটার দিকে উপজেলা হাসপাতাল রোডে সর্বস্তরের জনতার ব্যানারে মানববন্ধন শেষে দেড় ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ড অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।

এ সময় মহাসড়কের উভয় পাশে দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে নিতে ব্যর্থ হয়। পরে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনার পর আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডা. মনিরুজ্জামানকে প্রত্যাহারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

এ সময় দুর্নীতিবাজ এ কর্মকর্তার কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা। মানববন্ধন চলাকালীন সড়ক অবরোধকালে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, ছাত্রনেতা সাব্বির হোসেন ও মোর্শেদ হাসান প্রমূখ।

অভিযোগের ব্যাপারে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *