জুলাই গণ আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশে দিন ধার্য করা হয়েছে আগামী ২১ আগস্ট।
বুধবার এ মামলার আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
মামলার শুনানিতে বুধবার আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে তাদের আসামিদের অব্যাহতির আবেদন করেন। তারা যুক্তি দেখান যে, ‘আসামিরা সরাসরি গুলি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এমন অভিযোগ মামলার তদন্ত প্রতিবেদনে উল্লেখ নেই।’
তখন আদালত বলেন, ‘যখন কোনো বাড়িতে ডাকাতি হয়, তখন বাড়ির বাইরের পাহারাদারও শাস্তি আওতায় আসবে।
সুতরাং আশুলিয়ায় আসামিরা হতাহতের ঘটনাস্থলে উপস্থিত থাকলেও নিজে কোনো গুলি করেনি, এমন অজুহাতে ছাড় পাওয়ার সুযোগ নেই।’
এর আগে এদিন সকালে আলোচিত এ মামলার ১৬ আসামির মধ্যে কারাগারে থাকা ৮ আসামিকে প্রিজনভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এ আসামিরা হলেন-ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল হোসেন ও কনস্টেবল মুকুল।