এই ছবি লাখো শহীদের রক্তের প্রতি অসম্মান : উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিকে বিতর্কিত করে ১৯৭১ সালের মুখোমুখি দাঁড় করানোর এক ঘৃণ্য প্রচেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন।

আজ মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে তিনি এই দাবি করেন। কারা এর জন্য দায়ী–সেটিও পোস্টে উল্লেখ করেছেন তিনি। এ ছাড়া পোস্টের সঙ্গে একটি ছবি যুক্ত করেছেন উমামা, ছবিটিকে ঘৃণা করেন সেটিও জানিয়েছেন।

ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লেখেন, ‘৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশের জন্ম, আর ২৪-এর অভ্যুত্থানের মাধ্যমে ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার পতন। জনগণের সংগ্রামের ধারায় বাংলাদেশের ইতিহাস নির্মিত হয়েছে।’

এরপর তিনি শেয়ার করা ছবির কথা উল্লেখ করে লেখেন, ‘এই ছবির প্রতি চূড়ান্ত ঘৃণা জানিয়ে দিলাম। জুলাই অভ্যুত্থানের বর্ষপূতিকে বিতর্কিত করে ৭১-এর মুখোমুখি দাঁড় করানোর এক ঘৃণ্য প্রচেষ্টা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।


উমামা স্ট্যাটাসের শেষ দিকে লেখেন, ‘এই ছবি আমাদের লাখো শহীদের রক্তের প্রতি, আমাদের জুলাইয়ের অভ্যুত্থানের প্রতি চূড়ান্ত অসম্মান।’

উল্লেখ্য, গত বছর জুলাইয়ে গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন উমামা। পরবর্তী সময়ে তিনি সংগঠনের মুখপাত্র হন। গত মাসে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়েন।

Check Also

সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার আসামি স্বাধীনের

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানিয়েছে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে …

সৌদিতে প্রবাসীর মৃত্যু: মরদেহ আনতে সরকারি সহায়তার আবেদন স্ত্রী-সন্তানের

মৃত মহসিন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগরের বাসিন্দা। সৌদি আরবের রিয়াদে জয় মাহিয়ান ডিস্ট্রিকের রস্তানুরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *