ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে বহুল দর্শক-প্রত্যাশিত ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এই ম্যাচে ২-১ গোলে হারের পর ক্ষমা প্রার্থনা করেছেন গোলরক্ষক মিতুল মারমা। এবার দর্শকদের কাছে ক্ষমা চাইলেন স্ট্রাইকার আল আমিনও।
খেলার দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামিয়েছিলেন কোচ কাবরেরা। কিন্তু আল আমিন মাঠে নামলেও দল হার এড়াতে পারেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আল আমিন লিখেছেন, ‘এখনো গত ম্যাচের দুঃস্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে! আমাদের ওপর যে আস্থা, ভালোবাসা নিয়ে আপনারা সমর্থন দিয়েছেন তা পাওয়া আমাদের জন্য অনেক সৌভাগ্যের। আমরা আপনাদের ভালো কিছু উপহার দিতে পারিনি, সে জন্য ক্ষমা চাচ্ছি।’
‘আমার অনুরোধ থাকবে দয়া করে আপনারা আমাদের পাশে থাকুন, কথা দিচ্ছি খুব শিগগিরই জীবন দিয়ে লড়ে ঘুরে দাঁড়াব ইনশাআল্লাহ। আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমরা বাংলাদেশের জন্য, আপনাদের জন্য হলেও কামব্যাক করব।’- আরো যোগ করেন আল আমিন।