ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট - DAILY UPDATE
Breaking News

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

সোমবার (২৮ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের ২০তম দিনে বৈঠকের শুরুতেই ওয়াকআউট করে বিএনপি।

জানা গেছে, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), এবং ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত বিধানের আলোচনার সময় এ বৈঠক থেকে সরে যায় দলটি।

বৈঠকের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, “আজ যেসব বিষয় আলোচনায় এসেছে, সেগুলো নিয়ে মতভেদ রয়েছে। তবে এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে। অমীমাংসিত বিষয়গুলোতে সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।”

তিনি জানান, কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো বহুবার সংশোধন ও পরিবর্তন করা হয়েছে, যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলা যায়। ইতোমধ্যে ১২টি বিষয়ে একমত হওয়া গেছে। বাকি বিষয়গুলো নিয়েও একমত হওয়ার চেষ্টা চলছে, যেন ভবিষ্যতে আর অস্থিতিশীলতার মুখে না পড়তে হয়। “আমরা এমন একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই, যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথে দিকনির্দেশনা দেবে,”—বলেন আলী রীয়াজ।

এর আগে ২৩ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ জানিয়ে ঐকমত্য সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করে সিপিবি, জাসদ ও বাসদ।

ওইদিন সংলাপ শুরু হতেই সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউটের ঘোষণা দেন। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

Check Also

আসিয়ানে সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটে (আসিয়ান) বাংলাদেশের সদস্যপদ পেতে …

কেন্দ্রীয় ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে দেশের সকল কমিটি স্থগিত করা হয়েছে। রোববার সন্ধ্যায় শাহবাগে …