গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮৯, মোট মৃত্যু ছাড়িয়েছে ৫৯ হাজার - DAILY UPDATE
Breaking News

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮৯, মোট মৃত্যু ছাড়িয়েছে ৫৯ হাজার

জার উপত্যকায় শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর টানা হামলায় অন্তত ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬৭ জন। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযান চলাকালে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৭৬ জনে। এ সময়ের মধ্যে আহত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জন ফিলিস্তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। হামলায় প্রায় ১,২০০ জন ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে, যা আজও অব্যাহত রয়েছে।

বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের তথ্যমতে, চলমান এই হামলায় গাজায় চরম মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। খাদ্য, ওষুধ ও চিকিৎসার অভাবে ক্ষুধা ও অপুষ্টিতে শিশু এবং বৃদ্ধদের মৃত্যু বাড়ছে। বহু হাসপাতাল ধ্বংস হয়ে যাওয়ায় চিকিৎসাসেবা কার্যত বন্ধের পথে।

মানবিক সংকট গভীরতর: সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে মৃতের সংখ্যা ইতোমধ্যে শতাধিক ছাড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগই শিশু।

বিশ্লেষকদের মতে, যুদ্ধের ফলে গাজায় মানবিক বিপর্যয় এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ দাবি করে।