ঢাকা আসছেন ৫ সদস্যের চীনা বার্ন বিশেষজ্ঞ দল - DAILY UPDATE
Breaking News

ঢাকা আসছেন ৫ সদস্যের চীনা বার্ন বিশেষজ্ঞ দল

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীনদের সেবায় চীনের জরুরি চিকিৎসক দল ঢাকায় আসছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার চীনা দূতাবাস।

এতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সসহ পাঁচ সদস্যের এই দল বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। তারা ঢাকায় পৌঁছানোর পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে প্রয়োজনীয় সহায়তা ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবেন।

অন্য এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ ও চীনের চিকিৎসকরা ভিডিও কনসালটেশন করেছেন। ২৪ জুলাই সকালে বাংলাদেশের অনুরোধে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞরা বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে জরুরি ভিডিও কনসালটেশন করেন। বার্ন ট্রিটমেন্ট, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা এই আলোচনায় অংশ নেন।

Check Also

তিন মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে হাজির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের আবু সাঈদ, আশুলিয়ায় লাশ পোড়ানো ও লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যা মামলায় …

নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল সিরিয়া

বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। রাষ্ট্রীয় সংবাদ …