ট্রেনযাত্রীর ফোন চুরি করার পরে কামরা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে এক চোর। কিন্তু চলন্ত ট্রেনের তীব্র গতির কারণে সে ঝাঁপানোর সাহস হারিয়ে প্রাণ বাঁচাতে দরজা থেকে ঝুলতে থাকে। চোরের এই অবস্থা দেখে তাকে গালাগালি দিয়ে ধরার চেষ্টা করেন যাত্রীরা। এই ঘটনার ভিডিয়ো এবার ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
ট্রেনের কামরা অথবা বাসের মতো জনবহুল স্থানে চুরি করতে গিয়ে ধরা পড়লে কেমন শাস্তি পেতে হয়, তা বিলক্ষণ জানা আছে চোরেদের। তাই কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা চুরি করে ঘটনাস্থল ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব পালানোর চেষ্টা করে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, এক যাত্রীর মোবাইল ফোন চুরি করার পরে ছুটন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়েও ব্যর্থ হয় এক চোর।
তীব্র গতিতে ছুটে চলা ট্রেন থেকে লাফ দেওয়ার সাহস না থাকায় সে কামরার দরজা থেকে ঝুলতে থাকে। চোরকে এই অবস্থায় দেখতে পান ট্রেনের যাত্রীরা। তবে বেপরোয়া চোরকে টেনে কামরার ভিতরে তুলে আনার সাহস না কুলানোয় তার উদ্দেশ্যে গালিগালাজ বর্ষণ করতে থাকেন তাঁরা। একইসঙ্গে তাকে উপরে উঠে আসার জন্য উস্কানি দিতেও থাকেন কিছু যাত্রী। তবে ভিডিয়োর শেষ পর্বে যা ঘটতে দেখা গিয়েছে, তা কেউ কল্পনা করতে পারেননি।
ভিডিয়োতে কামরার দরজা থেকে চোরকে ঝুলতে দেখা গিয়েছে। ফোন চুরি করার জন্য তার উদ্দেশ্যে তীব্র গালিগালাজ ও ঘৃণাপূর্ণ মন্তব্য করতে দেখা গিয়েছে যাত্রীদের।
ইতিমধ্যে তাঁদের কয়েকজন চোরকে টেনে কামরার উপরে তুলে আনার চেষ্টা করলে উলটে তাঁদেরই পা ধরে টানার হুমকি দিতে থাকে দুষ্কৃতী। এই কারণে তাকে কামরার ভিতরে তুলে আনার উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
ভিডিয়োটি রেডিট প্ল্যাটফর্মে পোস্ট করার সময় পোস্টদাতা ক্যাপশনে ঘটনার পূর্ণ বিবরণ দিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই লোকটি মোবাইল ফোন চুরি করতে গিয়ে ধরা পড়লে যাত্রীরা তাকে মারধর করার পরে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার পরিকল্পনা করেন। যদিও সে ফোন চুরি করেছে, তবুও এমন আচরণের কি কোনও প্রয়োজন ছিল?’
এরপরে পোস্টদাতা লিখেছেন, ‘এখন কি মানুষের প্রাণের কোনও দাম নেই? ওঁরা লোকটিকে আটকে রেখে পরে পুলিশের হাতে তুলে দিতে পারতেন। মানুষ হওয়ার সুবাদে এই ঘটনায় অত্যন্ত লজ্জিত বোধ করছি।’
এর রেডিট পেজে নামধারী ইউজার পোস্টের শিরোনামে লিখেছেন, ‘নিজের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিল চোর’। পোস্টটি এখনও পর্যন্ত ১২০০-র বেশি আপ্স এবং ৫০ টির বেশি কমেন্ট পেয়েছে।
ভারতীয় রেলের এই ঘটনা সংক্রান্ত ভাইরাল রেডিট পোস্টে নিজেদের মতামত প্রকাশ করেছেন অনেকেই। তবে মন্তব্যকারীদের উদ্দেশ্যে সতর্কবাণী হিসেবে পোস্টদাতা লিখেছেন, ‘কারও মৃত্যুকামনা করা আমাদের নীতিবিরুদ্ধ এবং বিষয়টি তদন্তসাপেক্ষও বটে। যতক্ষণ না পর্যন্ত মড টিম যথাযথ পদক্ষেপের সিদ্ধান্ত না নেয়, ততক্ষণ পর্যন্ত সমস্ত মন্তব্য বন্ধ থাকবে।’
চোরের ভিডিয়োটি দেখার পরে এক ইউজার লিখেছেন, ‘বিড়ম্বনার বিষয় হল, যাঁরা ওই ব্যক্তিকে মারধর করছিলেন, তাঁদের অধিকাংশই বিনা টিকিটে রেলভ্রমণ করছিলেন।’ দ্বিতীয় ইউজার বলেছেন, ‘এটা সেই পরিস্থিতি, যখন চেন টানার দরকার হয়।’