ময়মনসিংহ মেডিকেল কলেজ হোস্টেলে শিক্ষার্থীর আত্মহত্যা: চিরকুট উদ্ধার

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) হোস্টেলের শিক্ষার্থী শরীফা ইয়াসমিন সৌমা (২০) রহস্যজনক মৃত্যুবরণ করেছেন। এ সময় তার কক্ষ থেকে ৪ থেকে ৫ পৃষ্ঠার একটি সুসাইড নোট, একটি ইনজেকশন ও সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে মমেক হোস্টেলের ৩১১ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।

মৃত শরীফা ইয়াসমিন সৌমা ময়মনসিংহ মেডিকেল কলেজের এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি খুলনা জেলার খালিশপুর চরের হাট এলাকার বাসিন্দা মো. তায়েদুর রহমানের মেয়ে।

মমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শফিক উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাত্রাতিরিক্ত ইনজেকশন গ্রহণের কারণে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে কেন বা কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

মৃতের বড় ভাই, প্রকৌশলী মো. মাহাবুবুর রশিদ বলেন, ‘আমার বোন হোস্টেলে থেকে এমবিবিএস পড়ছিল। কেন তার এই মৃত্যু হলো আমরা কিছুই জানি না।’ এ কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

Check Also

মৃত স্ত্রীকে নিয়ে স্বামীর এমন কাজ—নেটদুনিয়ায় ঝড়!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভাইরাল এক ভিডিও নিয়ে। তাতে দেখা যাচ্ছে, মৃত …

‘কালোজাদু’ করায় চট্টগ্রামে তান্ত্রিককে গলা কেটে হত্যা!

চট্টগ্রামের ফটিকছড়িতে আবুল মনছুর (৪৮) এক তান্ত্রিক বৈদ্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *