মুন্সিগঞ্জে বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ - DAILY UPDATE
Breaking News

মুন্সিগঞ্জে বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার কয়েকটি ইউনিয়নের বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। সেসব কমিটিতে পদ না পাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্দ নেতাকর্মীরা।

শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা ভবেরচর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পরে যাত্রী ও চালকরা। এর প্রায় আধঘণ্টা পর আল্টিমেটাম দিয়ে সড়কটি ছাড়ে নেতাকর্মীরা।

অবরোধকারীরা অভিযোগ, টাকার বিনিময়ে উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুল্লাহ ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান সফিক টেঙ্গারচর, গজারিয়া, বাউশিয়া, বালুয়াকান্দি ইউনিয়নের কমিটি ঘোষণা করে। সেই কমিটির তালিকা ফেসবুকে পোস্টও করা হয়। কোনও ধরনের সম্মলেন না করে এবং গঠনতন্ত্রকে উপেক্ষা করে এ কমিটি করা হয়েছে। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থান পেয়েছে।

তারা আরও জানান, দ্রুত এসব কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দিতে হবে। এ সময় বিএনপি নেতা ফরিদ ও আব্দুর রহমানকে অবাঞ্চিতও ঘোষণা করেন তারা।

প্রায় আধ ঘণ্টা অবরোধের পর দ্রুত ব্যবস্থা নেয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মহাসড়কটি ছাড়ে ক্ষুব্দ নেতাকর্মীরা।

Check Also

তিন মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে হাজির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের আবু সাঈদ, আশুলিয়ায় লাশ পোড়ানো ও লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যা মামলায় …

নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল সিরিয়া

বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। রাষ্ট্রীয় সংবাদ …