সচিবালয়ে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ, আহত ৩৫, ঢামেকে ভর্তি ৮০ - DAILY UPDATE
Breaking News

সচিবালয়ে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ, আহত ৩৫, ঢামেকে ভর্তি ৮০

সচিবালয় এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৫ আহত হয়েছেন। তাদের মধ্যে ৮০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

বিক্ষোভকারীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর ওই এলাকায় লাঠিচার্জের ঘটনা ঘটে এবং এ সময় সেখানে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে।

বেলা চারটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেলও নিক্ষেপ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে বিক্ষোভকারীরা শিক্ষাভবন এলাকায় ও জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে।

জানা গেছে, চারটার কিছুক্ষণ আগে বিক্ষোভকারীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ার পর কিছু গাড়ি ভাংচুরের ঘটনা ঘটলে পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়।

এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের মূল গেটের সামনে বিক্ষোভ শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা বিক্ষোভকারীরা।

Check Also

তিন মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে হাজির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের আবু সাঈদ, আশুলিয়ায় লাশ পোড়ানো ও লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যা মামলায় …

নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল সিরিয়া

বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। রাষ্ট্রীয় সংবাদ …