Pop

সৌদিতে প্রবাসীর মৃত্যু: মরদেহ আনতে সরকারি সহায়তার আবেদন স্ত্রী-সন্তানের

মৃত মহসিন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগরের বাসিন্দা।

সৌদি আরবের রিয়াদে জয় মাহিয়ান ডিস্ট্রিকের রস্তানুরা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ আগস্ট মারা যান তিনি। প্রবাসী আবুল মহসিনের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তার ভাই কাজী এম নাসের।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী আবুল মহসিন সম্প্রতি সৌদি আরবের রিয়াদে জয় মাহিয়ান ডিস্ট্রিকের রস্তানুরা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার (৫ আগস্ট) থেকে তার মরদেহ হাসপাতালটির মর্গে রয়েছে। আবুল মহসিন দুই সন্তানের জনক। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তাদের পক্ষে আবুল মহসিনের মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না।

আবুল মহসিনের বড় ভাই ওমান প্রবাসী আবুল মনসুর কুরবানির ঈদ উদযাপন করতে দেশে এলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন।

মৃতের ছোট ভাই কাজী এম নাসের জানান, পরপর দুই ভাইকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। পরিবারে চলছে শোকের মাতম। মহসিনের ছোট দুইটি ছেলেমেয়ে রয়েছে। সরকার যদি সহায়তা করেন তাহলে আমার ভাইয়ের মরদেহ আনা সম্ভব হবে।

আবুল মহসিনের স্ত্রী জানান, আমার ২ বছরের এক ছেলে ও ৮ বছরের এক মেয়ে আছে। তার স্বামীর মরদেহ দেশে আনার জন্য সরকার ও সংশ্লিষ্টদের কাছে সার্বিক সহযোগিতার আবেদন জানান। উৎস: যুগান্তর।

Check Also

ওমান প্রবাসীকে নিয়ে বিমানবন্দর থেকে ফেরার পথে একই পরিবারের ৭ জন নিহত

ওমানফেরত প্রবাসীকে নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে …

বিএনপির সমাবেশ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

জামালপুরে বিএনপির সমাবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social