বগুড়ার শিবগঞ্জে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জাকির ও মিল্লাত নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) রাতের দিকে মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে এই নৃশংস ঘটনা ঘটে। গৃহবধূর স্বামী বাদী হয়ে চারজনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন—আবু সুফিয়ান জাকির (৪০), মুরাদপুর দক্ষিণ পাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে মিল্লাত হোসেন (৩৫), পাঁর আচলাই মধ্যপাড়া গ্রামের শাহজাহান ইসলামের ছেলে।
অপর দুই আসামি হলেন— ফারুক হোসেন (৪০), মুরাদপুর উত্তর পাড়া গ্রামের বাসিন্দা আজাহার (৫০), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা গৃহবধূ ও তার স্বামীকে জোরপূর্বক গোবিন্দগঞ্জের কুমারগাড়ী থেকে অটোরিকশায় তুলে নিয়ে মোকামতলা বন্দরের প্রতিবন্ধী অফিসে নিয়ে যান। সেখানে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান জানান, ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে, এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।