এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের গ্রুপ ‘সি’ এর ম্যাচে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই জয়ের মাধ্যমে সিঙ্গাপুর চার পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে উঠে এসেছে।
ম্যাচের প্রথমার্ধেই খেলার নিয়ন্ত্রণ নেয় সফরকারী দল সিঙ্গাপুর। প্রথম গোলটি আসে ম্যাচের ৪৫তম মিনিটে, যখন সং উই-ইয়ং দুর্দান্ত এক শটে বল জালে পাঠান। বিরতির পর ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইখসান ফান্ডি, যেটি বাংলাদেশ দলের ডিফেন্সকে হতবাক করে দেয়।
বাংলাদেশ কিছুটা ঘুরে দাঁড়ায় ৬৭তম মিনিটে। রাকিব হোসেন ডান দিক থেকে দারুণ একটি আক্রমণ গড়ে তুলে গোল করে ব্যবধান কমান। তবে বাকি সময়ে গোলের আর কোন সুযোগ কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
আর ২ ম্যাচ খেলে হামজা কত টাকা আয় করল সেটা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ২ ম্যাচের জন্য হামজা প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকা দেওয়া হবে।