সিঙ্গাপুরের কাছে এই ৩টি কারণে বাংলাদেশের হার, জানালেন হামজা চৌধুরী নিজেই
জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শকদের হতাশ করে সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ। ম্যাচের শেষ মিনিটেও সুযোগ পেয়েছিল বাংলাদেশ। শাহরিয়ার ইমনের অসাধারণ হেডটি গোল পোস্টের দিকে যাওয়ার পথিমধ্যেই সিঙ্গাপুরের্ গোলকিপারের নৈপুণ্যো শেষ পর্যন্ত গোলটি হয়নি।
ম্যাচে সিঙ্গাপুরের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত সিঙ্গাপুরের কাছে ১-২ গোলে হেরেছে কাবরেরার দল।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হারার কারণ!
রেফারির কর্মকাণ্ড বাজে ছিলো যা প্রশ্নবিদ্ধ!
বাংলাদেশ শেষদিকে একটি পেনাল্টি পেতেই পারতো!
যে দুইটা গোল খেয়েছে সেসময় গোলকিপারের পজিশন ঠিকঠাক ছিল না!
ভালো স্ট্রাইকারের অভাব
দেশি প্লেয়ারদের মধ্য থেকে প্রবাসী ফুটবলারদের বল দিতে ব্যর্থতা বাংলাদেশের ৪-২-৩-১ ফরম্যাটের কারণে ফিনিশিং ভালো হয়নি!
হামজাকে ডিফেন্সিভ মিডে না খেলিয়ে উপরে খেলালে ভালো হত
সিঙ্গাপুর ডিফেন্সিড খেলেছে তাই বাংলাদেশের এটাকিংয়ে খেলোয়াড় বাড়ানো লাগতো! পুরো ম্যাচে সিঙ্গাপুরের খেলোয়াড়দের অভিনয় ও সময় নষ্ট করা দৃষ্টিকটু ছিল