আরো দুই আসামি গ্রেপ্তার মোট গ্রেপ্তার সাতজন

আরো দুই আসামি গ্রেপ্তার মোট গ্রেপ্তার সাতজন

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙ্গারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে হত্যার ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে সোহাগ হত্যায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো। গতকাল রবিবার ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য জানান। সকালে আলাদা অভিযানে নেত্রকোনার দুর্গাপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের একজন এজাহারনামীয় সাত নম্বর আসামি সজীব ব্যাপারী। অন্যজন ১০ নম্বর আসামি রাজীব ব্যাপারী।
ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুর্গাপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সজীব ও রাজীব আপন দুই ভাই।

তাঁদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, এর আগে এই হত্যার ঘটনার পর পুলিশ তিনজনকে ও র‌্যাব দুজনকে গ্রেপ্তার করেছে।

হত্যাকাণ্ড তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। গতকাল তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।

রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারে নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট আবেদনকারী ইউনুছ আলী আকন্দ কালের কণ্ঠকে বলেন, ‘রিট শুনানির জন্য বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়েছিল। সোমবার শুনানি হতে পারে।’

গত বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় সোহাগকে (৩৯)। এই হত্যাকাণ্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনায় জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ওই সব সংগঠন।
হত্যাকাণ্ডের বিষয়ে রাজধানীর কোতোয়ালি থানায় গত বৃহস্পতিবার মামলা করেন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম (৪২)। তাতে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ১৫ থেকে ২০ জনকে।

এদিকে এ পর্যন্ত সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে। এর মধ্যে গ্রেপ্তারকৃত মো. আলমগীর ও মনির ওরফে লম্বা মনিরের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত রিমান্ডের এ আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এর আগে এ মামলায় গত বৃহস্পতিবার মাহমুদুল হাসান মহিনকে পাঁচ দিনের ও শনিবার টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

সোহাগ হত্যাকাণ্ডে পুলিশ ঢাকার কোতোয়ালি থানায় অন্য মামলা দায়ের করেছে অস্ত্র আইনে।

অস্ত্র আইনের মামলায় গত বৃহস্পতিবার তারেক রহমান রবিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। গতকাল রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নির্দেশিত কর্মপরিকল্পনা অনুযায়ী ওই সময় ওখানে কোনো আনসার সদস্য কর্তব্যরত ছিলেন না।

তিনি বলেন, পুরো হাসপাতালের নিরাপত্তায় সর্বমোট ৮০ জন আনসার সদস্য নিয়োজিত আছেন। সাপ্তাহিক ছুটি ও শিফট অনুযায়ী একেক শিফটে মাত্র ৩০ জন আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত থাকেন। দুপুর ২টার আগে গেটে এবং হাসপাতাল ভবনে আনসার সদস্যরা দায়িত্ব পালন করলেও দুপুর ২টার পরে গেটে আর কোনো আনসার সদস্য দায়িত্ব পালন করেন না।

কোন আনসার সদস্য কখন কোথায় দায়িত্ব পালন করবেন তা হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয় বিধায় সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের ওপর দায় চাপানোর কোনো সুযোগ দেখছেন না তিনি।

এ সময় আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক আক্ষেপ করে বলেন, শত শত মানুষ দাঁড়িয়ে ঘটনা দেখলেও বা ভিডিও করলেও কারো কাছেই আনসার ক্যাম্পে গিয়ে খবর পর্যন্ত দেয়নি। এমনকি মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট এলাকায় কোনো সিসি ক্যামেরাও নেই বলে অভিযোগ করেন তিনি।

মিটফোর্ড হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি : নিরাপত্তার দাবিতে ঢাকার মিটফোর্ড হাসপাতালে এক দিনের কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন। গতকাল রবিবার রাত ৮টা পর্যন্ত এই প্রতিবেদন লেখার সময় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছিল।

রাত ৮টায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী জানান, তাঁরা বৈঠকে রয়েছেন। বৈঠক শেষে নতুন কর্মসূচি সম্পর্কে জানানো হবে।

তিনি জানান, নিরাপত্তা বাড়ানোসহ কিছু দাবি নিয়ে তাঁরা শনিবার হাসপাতালের পরিচালকের কাছে গিয়েছিলেন। কিছু দাবি পূরণ হয়েছে, বাকি দাবিগুলো আদায়ে কর্মবিরতি পালন করছেন তাঁরা।

তাঁদের প্রধান দাবি, তাদের নিরাপত্তার জন্য সশস্ত্র আনসার নিয়োগ দিতে হবে। আনসারকে দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন ডিউটি করার জন্য বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাসপাতালের প্রতিটি ফটকে আনসার মোতায়েন করতে হবে। হাসপাতালের নিরাপত্তায় উল্লেখযোগ্যসংখ্যক নারী আনসার নিয়োগ দিতে হবে। ইন্টার্ন লেডি ডক্টরস হোস্টেলে আনসার নিয়োগ দিতে হবে। হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বর্তমান আনসার সম্পূর্ণ অপারগ। তাঁদের যথাযথভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সক্ষম করে তুলতে হবে। মিটফোর্ড হাসপাতালে জরুরি ভিত্তিতে পুলিশ বক্স স্থাপন করতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *