সচিবালয়ে ঢুকে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ, ১২০০ জনের বিরুদ্ধে মামলা - DAILY UPDATE
Breaking News

সচিবালয়ে ঢুকে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ, ১২০০ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের সংখ্যা বাড়তে থাকে। এ ঘটনায় গতকাল সচিবালয়ে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সচিবালয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশের এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে বুধবার (২৩ জুলাই) শাহবাগ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

গত সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন।

বিমান দুর্ঘটনায় মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশসহ ছয় দফা দাবি এবং এইচএসসি-সমমানের পরীক্ষা দেরিতে স্থগিত করার ঘোষণা নিয়ে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে মঙ্গলবার সচিবালয়ের সামনে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করেন।

বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হয় এবং লাঠিপেটা করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, এই ঘটনায় গাড়ি ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।

Check Also

খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারের কাছে বিএনপির চিঠি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আবারো যুক্তরাজ্যে পাঠাতে চায় …

টিউশন করে খরচ চালাতেন দুই ভাই, কয়েক মাস হলো ছেড়ে দেন

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার চারজনের মধ্যে দুজন …