গ্রামে সাপে কাটে, ভ্যাকসিন থাকে শহরে—জীবন-মরণ ব্যবধান কি শুধুই দূরত্ব?

গ্রামে সাপে কাটে, ভ্যাকসিন থাকে শহরে—জীবন-মরণ ব্যবধান কি শুধুই দূরত্ব?

সাপে কাটা কোনো নতুন রোগ নয়, কিন্তু এখনো বাংলাদেশের বহু গ্রামাঞ্চলে এই সাধারণ বিপদের চিকিৎসা যেন বিলাসিতা।
যেখানে সাপে কাটা হয়, সেই গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে থাকে না অ্যান্টিভেনম ভ্যাকসিন। রোগীকে তখন পাঠানো হয় শহরের হাসপাতালে—যেখানে পৌঁছাতে সময় লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা।
এই সামান্য সময়ের দেরিতেই অনেক প্রাণ ঝরে যায়।

এটা কেবল অব্যবস্থাপনা নয়, এটা এক ধরনের বৈষম্য।
গ্রামের মানুষের জীবন কি শহরের মানুষের চেয়ে কম মূল্যবান?

আমরা চাই—
✅ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত
✅ জরুরি ভিত্তিতে অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিতকরণ
✅ গ্রাম পর্যায়ে চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন

এখনই সময় সচেতন হওয়ার।
গ্রামে ভ্যাকসিন চাই—জীবনের নিরাপত্তার জন্য, বেঁচে থাকার অধিকারের জন্য। ✊

Check Also

ভাইরাল সেই ভিডিওটির আসল ঘটনা জানা গেল

শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করা হচ্ছে- এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে …

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির শুরুতেই, জানালেন সিইসি

আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *