স্ত্রীর পরকীয়ার জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা, পরে স্কুল শিক্ষকের আত্মহত্যা

স্ত্রীর পরকীয়া ঘিরে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেছেন একজন স্কুল শিক্ষক। পরে নিজেও করেছেন আত্মহত্যা।

হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে। শনিবার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তির নাম অলপেশভাই কান্তিভাই সোলাঙ্কি। ঘটনার পর সন্দেহভাজন নারী ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সুরাটের ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) বিজয় সিং গুজর বলেন, অলপেশভাই কান্তিভাই সোলাঙ্কি তার স্ত্রীর ফোন রিসিভ না করায় তিনি (স্ত্রী) বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে আত্মীয়স্বজনদের ডেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন দুই সন্তানসহ অলপেশভাই মৃত অবস্থায় পরে আছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ৫-৬ পৃষ্ঠার আত্মহত্যার নোট উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুটি ডায়েরি এবং নিহত ব্যক্তির মোবাইল থেকে কিছু ভিডিও উদ্ধার করা হয়েছে। বিগত ১-২ মাস ধরে ডায়েরিতে নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে নোট লিখে রাখছিলেন আলপেশভাই। দুই ডায়েরির মধ্যে একটিতে তিনি কেবল তার স্ত্রীকে উদ্দেশ করে সমস্ত তথ্য বিস্তারিতভাবে লিখে রাখেন।

পুলিশ আরও জানিয়েছে, পরকীয়াকে কেন্দ্র করে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

সোলাঙ্কির ভাই বলেন, তার ভাইয়ের স্ত্রী ফাল্গুনিভাইয়ের সঙ্গে নরেশ কুমার নামে এক ব্যক্তির বিবাহবর্হিভূত সম্পর্ক রয়েছে। এ কারণে তার ভাই চরম মানসিক চাপে ছিলেন এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন।

Check Also

সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার আসামি স্বাধীনের

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানিয়েছে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে …

সৌদিতে প্রবাসীর মৃত্যু: মরদেহ আনতে সরকারি সহায়তার আবেদন স্ত্রী-সন্তানের

মৃত মহসিন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগরের বাসিন্দা। সৌদি আরবের রিয়াদে জয় মাহিয়ান ডিস্ট্রিকের রস্তানুরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *