এবার গাজীপুরে ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির টুকরো মরদেহ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার রেশ কাটতে না কাটতে এবার টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকা থেকে একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাতনামা এক পুরুষের বেশ কয়েক টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) সকালে হাজীর বিরিয়ানি দোকানের সামনে রাস্তায় ব্যাগটি পড়ে ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকার হাজীর বিরিয়ানি দোকানের সামনে রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরে টঙ্গী পূর্ব থানা পুলিশকে বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগটি খুলে এক অজ্ঞাত পরিচয় পুরুষের মরদেহ দেখতে পায়।

ধারণা করা হচ্ছে, রাতের শেষ প্রহরে কেউ ব্যাগটি সেখানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ বলছে, মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Check Also

Bill and Hillary Clinton Subpoenaed in Congressional Epstein Investigation

Bill and Hillary Clinton Subpoenaed in Congressional Epstein Investigation Washington, D.C. — August 6, 2025 …

যৌতুক না পেয়ে দেহ ব্যবসায় বাধ্য করার চেষ্টা: স্বামীর বিরুদ্ধে সানাই মাহবুবের মামলা

যৌতুক না পেয়ে দেহ ব্যবসায় বাধ্য করার চেষ্টা: স্বামীর বিরুদ্ধে সানাই মাহবুবের মামলা ✖ যৌতুকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *