স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় অলিকে ৮ টুকরো করেন সাদেক

স্ত্রীর সম্পর্কে অশালীন মন্তব্য ও ভাগ্নেকে মারধরের ঘটনায় পূর্ব শত্রুতার জেরে টঙ্গীতে অলি মিয়াকে খুন করে লাশ ৮ টুকরো করে ফেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, অভিযুক্তরা হলেন—আপেল মাহমুদ সাদেক (৪২), সাজ্জাদ হোসেন রনি (২৫) ও সাদেকের স্ত্রী শাওন বেগম (৩২)। 

নিহত অলি মিয়া (৩৫) নরসিংদীর করিমপুর এলাকার বাসিন্দা।

র‌্যাবের তথ্যমতে, ৬ আগস্ট কৌশলে অলিকে টঙ্গীর বনমালা এলাকায় সাদেকের ভাড়া বাসায় ডেকে আনা হয়। প্রথমে তাকে ট্রেনের নিচে ফেলার চেষ্টা করেও ব্যর্থ হয়ে পরে বাসায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর লাশ ৮ টুকরো করে মাথা টয়লেটের ফলস সিলিংয়ে লুকিয়ে রাখা হয়। দুদিন পর গন্ধ ছড়িয়ে পড়লে ৮ আগস্ট ভোরে দুটি ট্রাভেল ব্যাগে লাশের টুকরো রাস্তার ধারে ফেলে দেওয়া হয়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের হাটহাজারী থেকে তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে টঙ্গীর বনমালা রোডের বাসা থেকে নিহতের মাথা ও কাপড় উদ্ধার হয়। 

পুলিশ জানিয়েছে, মামলায় আরও একজনকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

সাংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম বলেন, গত ৮ আগস্ট টঙ্গীতে ট্রাভেল ব্যাগে খণ্ডিত লাশ উদ্ধারের পর ছায়া তদন্তে নামে র‌্যাব। তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের হাটহাজারী এলাকায় পালিয়ে থাকা তিন জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামিরা খুনের দায় স্বীকার করে পুরো ঘটনার বর্ণনা দেন।

Check Also

সৌদিতে প্রবাসীর মৃত্যু: মরদেহ আনতে সরকারি সহায়তার আবেদন স্ত্রী-সন্তানের

মৃত মহসিন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগরের বাসিন্দা। সৌদি আরবের রিয়াদে জয় মাহিয়ান ডিস্ট্রিকের রস্তানুরা …

‘চাঁদাবাজ দখলদাররা কেউ বিএনপির লোক না’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দুষ্টু কিছু মানুষ আছে, তাদের দুষ্টু কাজের জন্য আমাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *