রাজধানীর মৌচাকে গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার

রাজধানীর মৌচাক এলাকায় ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলেছে, নিহত দুজনেই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের আনুমানিক বয়স ৩৫-৪০ বছর।

এর আগে, বেলা ১২টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে দুজনের মরদেহ দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন, তারা ঘুমিয়ে আছেন। তবে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে রমনা থানায় খবর দেয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ বলছে, রোববার ভোরে সাদা রঙয়ের ওই প্রাইভেটকারটি হাসপাতালের বেজমেন্টের পার্কিংয়ে প্রবেশ করে। এরপর থেকে পার্কিংয়েই ছিল।

এদিকে, থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

গাড়ির মালিকের দাবি, গাড়ি থেকে উদ্ধার হওয়া দুই মৃত ব্যক্তির নাম নিজাম ও রায়হান।

Check Also

সজীব ওয়াজেদ জয়ের শত কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ, মামলা শিগগিরই

    জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদ অর্জনের …

দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর গোয়ালন্দে দুই তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *