বন্দরে মধ্যরাতে আ.লীগের মিছিল, এসআইকে কুপিয়ে জখম

চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলে পুলিশের অভিযান চলাকালে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে।

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকার ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তার নাম আবু সাঈদ রানা। তিনি বন্দর থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, সল্টগোলা এলাকায় হঠাৎ একটি ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেপ্তার অভিযানে গেলে এসআই আবু সাঈদ রানার ওপর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসী শাকিল। এ সময় এসআই রানাকে উপর্যুপরি কুপিয়ে জখম করা হয়।

ঘটনার পরপরই তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এলাকায় অভিযান চালাচ্ছে।

বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, “কালকের ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে একটু পরে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে। পরে বিস্তারিত জানানো হবে।”

Check Also

শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ইনশাআল্লাহ শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে।’ রবিবার …

দুজনকে পিটিয়ে হত্যা : ‘এ্যালা মুই কেমন করি বাঁচিম, কার কাছোত বিচার চাইম’

গণপিটুনিতে নিহত রংপুরের তারাগঞ্জের রুপলাল দাসের স্ত্রী ও বৃদ্ধ মায়ের আহাজারি। আজ রোববার সকালে তারাগঞ্জ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *