পটুয়াখালীর বাউফলে দুই কিশোর অভি (১৫) ও শান্তকে (১৫) দোকানের খুঁটির সঙ্গে বেঁধে লাঠিপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত আড়াইটার দিকে কালাইয়া ইউনিয়নের বগীর খাল তুলাতলা এলাকায়।
সোমবার (১১ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান সরকার।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে মুদি ও চা বিক্রেতা মাহবুবের দোকানের বিদ্যুৎ মিটারে আগুন লাগে। এরপর মাহবুব ও তার সহযোগীরা অভি ও শান্তকে ধরে এনে রশি দিয়ে বেঁধে মারধর করেন। প্রায় এক মিনিটের ভিডিওতে দেখা যায়, কিশোরদের আগুন লাগানোর অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পাঁচ হাজার টাকার বিনিময়ে এ কাজ করানোর কথা স্বীকার করানোর চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কিশোররা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুদ্দিন আলম রিজভীর নাম উল্লেখ করে।
খবর পেয়ে বাউফল থানার উপপরিদর্শক ইব্রাহিম মোল্লা ঘটনাস্থলে গিয়ে কিশোরদের থানায় নিয়ে যান। তবে স্থানীয়দের অভিযোগ, আহত কিশোরদের চিকিৎসা না দিয়ে রাতভর ও পরদিন রাত ১০টা পর্যন্ত থানায় আটকে রাখা হয়।
দোকানদার মাহবুব দাবি করেন, কেরোসিন দিয়ে মিটারে আগুন লাগানোর প্রমাণ মিলেছে এবং কিশোররা পুলিশের কাছেও তা স্বীকার করেছে। অপরদিকে অভিযুক্ত রিজভী বলেন, এটি রাজনৈতিক প্রতিহিংসা থেকে সাজানো নাটক, তিনি এতে জড়িত নন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান সরকার বলেন, তদন্তে আগুন লাগানোর প্রমাণ পাওয়া যায়নি। কিশোরদের তাদের আত্মীয়দের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।