Sheikh Hasina: হাসিনার বিরুদ্ধে খুন, গণহত্যা সহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। এই অডিয়ো ক্লিপ যদি সত্যি হয়, তাহলে হাসিনার বিরুদ্ধে এটা মোক্ষম প্রমাণ হতে পারে।
ঢাকা: দেশ থেকে কার্যত বিতাড়িত হয়েছেন, তারপরও বিতর্ক পিছু ছাড়ছে না। এবার ভাইরাল হাসিনার অডিয়ো। আর তাতে ভয়ঙ্কর কথা বলতে শোনা গিয়েছে শেখ হাসিনাকে। কী বলেছিলেন তিনি? সরাসরি আন্দোলনকারীদের উপরে গুলি চালাতে।
বিবিসি-র রিপোর্ট অনুযায়ী, এক শীর্ষ আধিকারিককে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের উপরে অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। তাদের (আন্দোলনকারী) যেখানেই দেখবে, সেখানেই গুলি চালাতে বলা হয়েছে।
হাসিনার বিরুদ্ধে খুন, গণহত্যা সহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। এই অডিয়ো ক্লিপ যদি সত্যি হয়, তাহলে হাসিনার বিরুদ্ধে এটা মোক্ষম প্রমাণ হতে পারে। ইংল্যান্ডের একজন মানবাধিকার আইনজীবী, যিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা লড়ছেন, তাঁর বক্তব্য, এই অডিয়ো ক্লিপ আন্দোলনে গুলি চালানোয় হাসিনার ভূমিকা আরও স্পষ্ট করে। যদিও আওয়ামী লিগের দাবি, এই অডিয়ো ক্লিপ মিথ্যা।
জানা গিয়েছে, গত বছরের ১৮ জুলাই ঢাকার গণভবনেই ছিলেন শেখ হাসিনা। সেখান থেকেই তিনি এই ফোন কল করেন। আর তাঁর এই নির্দেশের ঘণ্টাখানেক পরই ঢাকার বুকে নিরাপত্তা বাহিনী চালায় গুলি। মিলিটারি গ্রেডের রাইফেল ব্যবহার করা হয়।
ইউনাইটেড নেশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের জুলাই আন্দোলনে কমপক্ষে ১৪০০ ছাত্র-জনতার মৃত্যু হয়েছিল। কোটা সংস্কার আন্দোলন এবং সেখান থেকে ছাত্র-গণআন্দোলন, এই বিদ্রোহের আগুনে একদিকে যেখানে দেশ পুড়েছিল, তেমনই আওয়ামী লিগ সরকারও গদিচ্যুত হতে বাধ্য হয়েছিল। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। বর্তমানে ভারতেই রয়েছেন শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা চলছে। ইতিমধ্যেই আদালত অবমাননার মামলায় ৬ মাসের সাজা দেওয়া হয়েছে হাসিনাকে।