অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, তিন আরোহী নিহত - DAILY UPDATE
Breaking News

অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, তিন আরোহী নিহত

দুর্ঘটনায় নিহত দুজনের লাশ মহাসড়কের পাশে কালো পলিথিনে ঢেকে রাখা হয়েছে। আজ বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার পদুুয়ার সিকদার দীঘির এলাকায়ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে চলন্ত মোটরসাইকেলকে সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রথম আলোকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এস এম সাদিকুর আলম।

নিহত তিনজন হলেন সাতকানিয়া সদর ইউনিয়নের মৌলভীর পাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো. হুমায়ুন (৩৬), তাঁর ভাই মো. মামুন (৩১) এবং তাঁদের মামা করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে মনির হোসেন (৪০)।

নিহত তিনজন হলেন সাতকানিয়া সদর ইউনিয়নের মৌলভীর পাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো. হুমায়ুন (৩৬), তাঁর ভাই মো. মামুন (৩১) এবং তাঁদের মামা করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে মনির হোসেন (৪০)।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। ২১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, মহাসড়কে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে গ্রামীণ সড়ক থেকে হঠাৎ উঠে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারমুখী একটি গরুবোঝাই ট্রাকের নিচে ঢুকে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই দুজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এস এম সাদিকুর আলম বলেন, সন্ধ্যা ছয়টার দিকে দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম প্রথম আলোকে বলেন, নিহত তিনজনের লাশ পুলিশ হেফাজতে আছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Check Also

খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারের কাছে বিএনপির চিঠি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আবারো যুক্তরাজ্যে পাঠাতে চায় …

টিউশন করে খরচ চালাতেন দুই ভাই, কয়েক মাস হলো ছেড়ে দেন

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার চারজনের মধ্যে দুজন …