স্কুল চলাকালীন ভেঙে পড়ল ছাদ, ধ্বংসস্তূপের নিচে শিক্ষক-শিক্ষার্থীরা - DAILY UPDATE
Breaking News

স্কুল চলাকালীন ভেঙে পড়ল ছাদ, ধ্বংসস্তূপের নিচে শিক্ষক-শিক্ষার্থীরা

ভারতের রাজস্থানে স্কুল চলাকালীন একটি ভবনের ছাদ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে শিক্ষক-শিক্ষার্থীরা আটকে পড়েছেন। ইতোমধ্যে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র স্কুলের বাইরে ভিড় করেছেন অভিভাবকেরা।

শুক্রবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সকাল সাড়ে ৮টার দিকে রাজস্থানের ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়। ধ্বংসস্তূপের নিচে শিক্ষক-শিক্ষার্থীরা আটকে পড়েছেন। ঘটনাস্থলে পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছেন।

ঝালাওয়াড়ের পুলিশ সুপার (এসপি) অমিত কুমার সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজন শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের উদ্ধারে কাজ চলছে।

প্রশাসনিক কর্তাদের মতে, যখন দুর্ঘটনাটি ঘটে তখন শিক্ষাপ্রাঙ্গণে অন্তত ৪০ জন শিশু ছিল। এ ছাড়াও কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন সেখানে। আচমকা স্কুল ভবনের একতলা ধসে যায়। আর তার নিচেই আটকে পড়েন শিক্ষক ও শিক্ষার্থীরা।

এদিকে দুর্ঘটনার খবরে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা শোক প্রকাশ করেছেন।

Check Also

খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারের কাছে বিএনপির চিঠি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আবারো যুক্তরাজ্যে পাঠাতে চায় …

টিউশন করে খরচ চালাতেন দুই ভাই, কয়েক মাস হলো ছেড়ে দেন

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার চারজনের মধ্যে দুজন …